যারা নতুন গ্রাফিক্স কার্ড কিনবেন ভাবছেন তাদের জন্য গ্রাফিক্স কার্ড রিভিউ ২০১৪
লো বাজেট গেমিংঃ (৫০০০-৬৫০০)
অনেকেই আছেন যারা গেম খেতে ভালবাসেন কিন্তু গ্রাফিক্স কার্ড কিনার কথা মাথায় আসলে পিছ পা হন। তারা এমডি এর R7 সিরিজ এর 240 1 GB DDR5 মডেল টি দেখতে পারেন। এটা দিয়ে লেটেস্ট গেম গুলো হাই সেটিং এর খেলা না গেলেও পুরনো অনেক গেম ই হাই সেটিং দিয়ে খেলতে পারবেন,এর স্পেসিফিকেসনঃ
এর বেঞ্ছমারক HD 6670 এর কাছাকাছি। এটি বেবহার করতে আলাদা করে পাওয়ার সাপ্লাই কিনা লাগবে না। আপনার স্টক পাওয়ার সাপ্লাই ই যথেষ্ট!
মিডিয়াম বাজেট গেমিংঃ (৭০০০-৮৯০০)
আপনি যদি watch dog, sniper elite 3 GTA 5 (up coming) ইন্টেন্স গেম গুলো মিডিয়াম সেটিং এ খেলতে চান তাহলে আপনি AMD এর R7 250 1 GB DDR5 অথবা R7 250x 1 GB DDR5 মডেল দুটি দেখতে পারেন। এই মডেল দুটির মধ্যে R7 250 চালাতে আপনার আলাদা করে পাওয়ার সাপ্লাই কিনার প্রয়োজন পরবে না। আর R7 250x মডেল টি চালানর জন্য ৫০০ ওয়াট এর পাওয়ার সাপ্লাই প্রয়োজন পরবে। একটা কথা বলে রাখা ভালো এই দুটি মডেল এর মধ্যে পারফমেঞ্চ এর ডিফারেঞ্চ অনেক। R7 250x দিয়ে আপনি মুটামুটি সব গেম খেলতে পারবেন। কিন্তু R7 250 তে কিছু কিছু গেম লেগ করতে পারে।হাই বাজেট গেমিংঃ (১০০০০-১৫০০০)
যারা হার্ড কোর গেমার তাদের কথা নাই বা বললাম। হাই সেটিং আর হাই পারফমেঞ্চ যাদের প্রথম দরকার। তারা AMD এর R7 260x 1GB DDR5 অথবা R9 সিরিজ এর গ্রাফিক্স কার্ড গুলো দেখতে পারেন। তবে R7 260x আপনার জা চাই তাই ই দিতে পারবে। আপনার মনিটর এর সাইজ যদি ১৯ ইঞ্চি অথবা ২২ ইঞ্চি হয় তবে কোনো লেগ ছাড়াই সব ধরনের গেম গেলতে পারবেন তাও আবার হাই সেটিংস্ এ। এই গ্রাফিক্স কার্ড তি আপনাকে আগামি ২/৩ বছর সাপোর্ট দিতে পারবে।তাহলে ফাফিক্স কার্ড কিনে শুরু করে দিন গেমিং!
গ্রাফিক্স কার্ড এর দাম আপনি রায়হান, ইউসিসি, এর ওয়েবসাইট এ দেখে নিতে পারেন।
আপনি যদি গেম পাগলা হয়ে থাকেন। এবং লেটেস্ট গেম পেতে চান তাহলে আমার পেজটা ভিজিট করে আসতে পারেন।