আর আপনার ফোনটি হারিয়ে গেলে আপনার গুরত্বপূর্ণ কন্ট্যাক্ট কিংবা সোশিয়াল এ্যাপের পাসওয়ার্ড হারিয়ে যাবার সুযোগ থাকে । সেজন্যই গুগল এর সার্ভিস টি ।
গতবছর এই এ্যাপটি বাজারে নিয়ে এসেছে গুগল , এবং বর্তমানে গুগলের প্রায় সব ডিভাইসেই এই ফিচার টি পাওয়া যাচ্ছে ।
তবে এই সার্ভিস টা এক্টিভ করার আগে আপনার জেনে নিতে হবে বর্তমানে আপনার ডিভাইসে এই সার্ভিস টি এনাবল কিনা ।
এই সার্ভিস টি এনাবল করতে , প্রথমেই যান আপনার ফোনের সেটিংস অপশনে , তারপর যাবেন সিকিউরিটি মেন্যু । সিকিউরিটি মেন্যুতে যাবার পর স্ক্রোল করে ডিভাইসের এ্যাডমিনিস্ট্রেটর ট্যাবে যেতে হবে । সেখানে গিয়ে এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার কে এক্টিভেট করে আসুন ।
ব্যাস চালু হয়ে গেলো আপনার ফোনের ডিভাইস ম্যানেজার ।
কিভাবে চেক করবেন-
- প্রথমে আপনার ডিভাইসটি যে গুগল একাউন্টে নিবন্ধিত সেটিতে লগইন করুন ।
- এই লিংক www.google.com/android/devicemanager এ যান
- সেট আপ অপশনে ক্লিক করুন
পরবর্তীতে ফোন খুজে না পেলে করণীয় –
ফোন হারিয়ে গেলে কিংবা খুজে না পেলে ,
আপনার ফোনের লোকেশন এক্সেস অফ করা থাকলেও লিংক টি থেকে আপনি ফোনের লোকেশন অন করতে পারবেন ও জেনে নিতে পারবেন ফোনের তৎক্ষনাত লোকেশন
ফোনে রিংটোন সেন্ড করতে পারবেন , ফোনটি বাজবে আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও ।
ফোনের লক প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ থাকছে ।
সেই সাথে সবশেষ যখন আপনার হাতে ফোনটি ফিরে পাবার কোন অপশনই থাকছে না তখন ডিলেট করে দিন ফোনে থাকা সমস্ত ডাটা ।
তাছাড়াও যদি আপনার ডিভাইসে এই এ্যাপলিক্যাশন টি না থাকলে ,আপনি আপনার ডিভাইস কে সুরক্ষিত করতে আজই নামিয়ে নিন এই এ্যাপলিক্যাশন টি গুগল প্লে স্টোরের এই লিংক থেকে …
সর্বশেষ গত মে মাসে আপডেট হওয়া এই এ্যাপলিক্যাশনটির সাইজ একেবারেই কম মাত্র 1.8 মেগাবাইট ।
তাহলে আর দেরী কেনো আজই ডাওনলোড করে নিন এ্যাপ্লিকেশনটি ।