যদি দূর্ভাগ্যের বশে আপনার ফোন হারিয়ে যায় কিংবা আপনি যদি আপনার ফোনটিকে আপনি খুজে না পান , তখন আপনার ফোনটিকে খুজে পেতে এন্ড্রয়েড নিয়ে এসেছে “এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার” । আপনার ফোনের ভিতরে থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যার মাঝে রয়েছে টেক্সট , গ্যালারী ইমেজ কিংবা ফাইল ।
আর আপনার ফোনটি হারিয়ে গেলে আপনার গুরত্বপূর্ণ কন্ট্যাক্ট কিংবা সোশিয়াল এ্যাপের পাসওয়ার্ড হারিয়ে যাবার সুযোগ থাকে । সেজন্যই গুগল এর সার্ভিস টি ।
গতবছর এই এ্যাপটি বাজারে নিয়ে এসেছে গুগল , এবং বর্তমানে গুগলের প্রায় সব ডিভাইসেই এই ফিচার টি পাওয়া যাচ্ছে ।
তবে এই সার্ভিস টা এক্টিভ করার আগে আপনার জেনে নিতে হবে বর্তমানে আপনার ডিভাইসে এই সার্ভিস টি এনাবল কিনা ।
এই সার্ভিস টি এনাবল করতে , প্রথমেই যান আপনার ফোনের সেটিংস অপশনে , তারপর যাবেন সিকিউরিটি মেন্যু । সিকিউরিটি মেন্যুতে যাবার পর স্ক্রোল করে ডিভাইসের এ্যাডমিনিস্ট্রেটর ট্যাবে যেতে হবে । সেখানে গিয়ে এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার কে এক্টিভেট করে আসুন ।
ব্যাস চালু হয়ে গেলো আপনার ফোনের ডিভাইস ম্যানেজার ।
1

2
3
4যখন ডিভাইস ম্যানেজার টি সচল হয়ে যাবে, তখন আপনি আপনার ফোনকে এক্সেস করতে পারবেন যেকোন পিসি কিংবা ল্যাপটপ হতে । আর এটি আপনি পারবেন আপনার গুগল একাউন্টে লগিন করে ।

কিভাবে চেক করবেন-
  • প্রথমে আপনার ডিভাইসটি যে গুগল একাউন্টে নিবন্ধিত সেটিতে লগইন করুন ।
  •  সেট আপ অপশনে ক্লিক করুন

পরবর্তীতে ফোন খুজে না পেলে করণীয় –
ফোন হারিয়ে গেলে কিংবা খুজে না পেলে ,
আপনার ফোনের লোকেশন এক্সেস অফ করা থাকলেও লিংক টি থেকে আপনি ফোনের লোকেশন অন করতে পারবেন ও জেনে নিতে পারবেন ফোনের তৎক্ষনাত লোকেশন
ফোনে রিংটোন সেন্ড করতে পারবেন , ফোনটি বাজবে আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও ।
ফোনের লক প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ থাকছে ।
সেই সাথে সবশেষ যখন আপনার হাতে ফোনটি ফিরে পাবার কোন অপশনই থাকছে না তখন ডিলেট করে দিন ফোনে থাকা সমস্ত ডাটা ।
56789

তাছাড়াও যদি আপনার ডিভাইসে এই এ্যাপলিক্যাশন টি না থাকলে ,আপনি আপনার ডিভাইস কে সুরক্ষিত করতে আজই নামিয়ে নিন এই এ্যাপলিক্যাশন টি গুগল প্লে স্টোরের এই লিংক থেকে

সর্বশেষ গত মে মাসে আপডেট হওয়া এই এ্যাপলিক্যাশনটির সাইজ একেবারেই কম মাত্র 1.8 মেগাবাইট ।
তাহলে আর দেরী কেনো আজই ডাওনলোড করে নিন এ্যাপ্লিকেশনটি ।
 
Top