Emergency_Balance_offer_inner_0

গ্রামীণফোনে দিচ্ছে ১০০টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যাল্যান্স! নাথিং ইস ইম্পসিবল!

বাংলাদেশের বৃহৎতম মোবাইল অপারেটর গ্রামীণফোন দিচ্ছে সর্বচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যাল্যান্স! এর আগে গত ঈদে রবি চালু করেছিল ১০০ টাকার ঝটপট ইমারজেন্সি ব্যাল্যান্স! রবির লেজ ধরে এবার গ্রামীনফোনও চালু করলো একই অফার! একই শর্ত দিয়ে। গ্রামীণফোন অনন্ত জলিলকে নিয়ে আবারও অবাক দৃষ্টান্ত প্রকাশ করলো তাদের নতুন  ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে।
১০০ টাকা শুনেই খুব খুশি লাগছে আপনার? দাঁড়ান! উল্লেখ করা হয়েছে, ”সর্বচ্চ ১০০ টাকা” ঠিক কিনা! বুঝতেই পারছেন, ১০০টাকা ধার পাওয়া কি এতই সহজ! না সহজ নয়! কথায় আছে, যেমন কুকুর, তেমন মুকুর! তেমনি আপনি যেরকম জিপি ইউজার, তেমনি তারাও ইমারজেন্সি ব্যাল্যান্স ডোনার! অর্থাৎ আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি কত টাকা ইমারজেন্সি ব্যাল্যান্স হিসেবে পাবেন। আর অন্যদিকে শর্তও আছেই। বিস্তারিত নিচে তুলে ধরা হল। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।

১০০টাকা ইমারজেন্সি ব্যালেন্সের বিস্তারিতঃ

  • গ্রামীণফোনের সকল প্রিপেড গ্রাহকরা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
  • ইমারজেন্সি ব্যাল্যান্স সর্বচ্চ ১০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
  • জিপি ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন, *10101*1#
  • অথবা  START লিখে 8811 এ সেন্ড করে অ্যাক্টিভ করুন।
  • অ্যাক্টিভ করার পর গ্রাহক ১০টাকা  হতে১০০টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন।
  • গ্রাহক কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন, তা নির্ভর করে ইন্টারনেট ইউস, মাসিক ব্যবহার ও রিচার্জের উপর।
  • সহজভাবে বলতে, আপনি জিপি ব্যবহারে কেমন পয়সা খরচ করেন, সে অনুযায়ী পাবেন।
  • ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি যেকোনো নাম্বারে কল ও ম্যাসেজ করতে পাবেন।
  • এছাড়া কল / মিনিটস বানডেল ক্রয় করতে পারবেন। (যেমনঃ 25 paisa offer, bundles)
  • জিপি ইমারজেন্সি ব্যালেন্সের ইউজেজ জানতে ডায়াল করুন, *566*28#
  • জিপি ইমারজেন্সি ব্যালেন্সের মেয়াদ হবে মোট ৩০ দিন।
  • পরবর্তী রিচার্জে সমপরিমাণ টাকা মেইন ব্যাল্যান্স থেকে কেটে নেওয়া হবে।
  • ইমারজেন্সি ব্যালেন্সে ব্যবহারে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে। ধন্যবাদ।
  •  

 
Top