সহজেই ২টি কম্পিউটারের মাঝে ডাটা শেয়ারিং করুন

২টি কম্পিউটারের মাঝে ডাটা শেয়ারিং করতে হলে কম্পিউটার ২টি ল্যান (LAN) বা ওয়্যারলেস নেটওয়্যার্ক (Wireless network)  দিয়ে কানেক্টেড থাকতে হবে। তারপর “File and Printer Sharing” অপশনটি এনাবেল থাকতে হবে। এনাবেল করতে  -
১) কন্ট্রোল প্যানেল এ যান।
২) নেটওয়ার্ক এন্ড শেয়ারিং অপশনে যান।
৩) এডভান্সড শেয়ারিং সেটিংস এ যান।
৪) গেস্ট এন্ড পাবলিক অপশনে ক্লিক করুন এবং নিচে যান।
৫) ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং অপশনের নিচে “Turn on file and printer sharing.” এ ক্লিক করুন।



এরপর আপনাকে শুধুমাত্র আপনি যে ফাইলটি শেয়ার করতে চান তাতে রাইট ক্লিক করে “Sharing and Security.” সেলেক্ট করুন।তারপর”Share this File,” এরপর “OK” বাটনে ক্লিক করুন। এখন অন্য আরেকটি কম্পিউটার থেকে ফাইলটি পেতে হলে “My Network Places” এ গিয়ে যে কম্পিউটার থেকে ফাইলটি শেয়ার দেয়া হয়েছে সেই কম্পিউটারটি সিলেক্ট করুন। তাহলে সেই কম্পিউটার থেকে শেয়ার করা সকল ফাইল গুলো দেখতে পাবেন।
 
Top