পরম করুণাময় আল্লাহোর নামে শুরু করছি।ইন্টারনেট থেকে ফাইল নামানোর ক্ষেত্রে (ডাউনলোড) অনেকেই ব্যবহার করেন IDM বা Internet Download Manager সফটওয়্যার। এটি ব্যবহার করে দ্রুত গতিতে
ফাইল নামানো যায় আর কাজের জন্য IDM এর সেটিংসের কনফিগার ঠিক ভাবে করতে পারলে এটি অনেক ভালো গতি দেবেএর আটটি ডিফল্ট কানেকশন পোর্ট একসাথে কাজ করে ফাইল নামিয়ে থাকে ডিফল্ট কানেকশন পোর্ট 16 সেট করে যেকোন ফাইল নামানোর গতি অনেক বাড়ানো যায়এজন্য প্রথমেই IDM সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে অথবা এখান থেকে এবং Install করে নিনতারপর সফটওয়্যারটি ওপেন করুন এবং Download মেনু থেকে Option ক্লিক করে খুলুন 



এবার Connection ট্যাব Select করে Connection Type /Speed এর বক্সে other নির্বাচন করে পাশের ঘরে 100000 লিখুন।Default Max.Conn. Number এর বক্সে 16 নির্বাচন করে Ok করুন।নিচের চিত্র দেখুন তাহলে বুঝতে পারবেন।





এবারStart Menu থেকে Run ক্লিক করে regedit লিখে Enter চাপুন এবার HKEY_CURRENT_USER থেকে Software থেকে Download Manager খুজে নিন



এখানে Connection Speed দুবার ক্লিক করে খুলুন। অর্থাৎ 4 এ ক্লিক করুন।Velu data বক্সে 10000000 লিখে Base Decimal select করে ok চাপুন



সবকিছু ঠিক থাকলে এখনার মতো আপনার কাজ শেষ। এখন যেকোন ডাউনলোড স্পিড দেখবেন অনেক দ্রুত হবেভালো লাগলে মন্তব্য করবেন 
 
Top