অ্যান্ড্রয়েড ও আইওএস স্ক্রিন এ লেখা রিডিং সহজ করার উপায়
একটানা ব্যথা থেকে চোখকে বিরতি দিতে কিছু সেটিংস দেয়া হল যা অ্যান্ড্রয়েড ও আইফোন স্ক্রিনে পড়তে কিছুটা সহজ করবে।
পর্দায় লেখার আকার বৃদ্ধি করে
আইওএস Settings > Display & Brightness > Text Size ট্যাপ করে স্লাইডার বামে বা ডানে ড্র্যাগ করে টেক্সট সাইজ বাড়াতে কমাতে হবে। এখানে বামে ছোট করার জন্য এবং ডানে বড় করার জন্য স্লাইডার। আর যদি আরও বড় ফন্ট সাইজ দরকার হয় সেক্ষেত্রে মেইন সেটিংস স্ক্রিনে গিয়ে Accessibility > Larger Text ট্যাপ করে লার্জার এক্সেসিবিলিটি সাইজের সুইচে ফ্লিপ করতে হবে।
পর্দায় প্রদর্শিত টেক্সট বোল্ড করে
হাই-কন্ট্রাস্ট টেক্সট
ম্যাগনিফিকেশন গেশ্চার দিয়ে স্ক্রিন জুম
অ্যান্ড্রয়েড Settings > Accessibility > Magnification gestures ট্যাপ করে ফ্লিপ করুন। ট্রিপল ট্যাপ করে জুম ইন অথবা জুম আউট করতে হবে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.